ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগায় গত ম্যাচে ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি ড্র হয়। এর ফলে লিগে বার্সার টানা ম্যাচ জয়ের রেকর্ড ভাঙ্গার সুযোগ হাতছাড়া করে জিনেদিন জিদানের দলটি।
গতকাল লা পালমাসের মুখোমুখি হয় রিয়াল। এই ম্যাচে পুরো শক্তির দল নিয়েও ২-২ ব্যবধানে ড্র করে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
শনিবার রাতে প্রতিপক্ষের মাঠ এস্তাদিও দি গ্রান ক্যানেরিয়ার ম্যাচের শুরুতে যেন গোল মিসের প্রতিযোগিতায় নামে রোনালদো-বেল-ক্রুসরা। তবে অনেক প্রচেষ্টার পর ম্যাচের ৩৩ মিনিটে জাল খুঁজে পায় লস ব্লাঙ্কোসরা। বাঁ প্রান্তে নাচোর নেওয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও বল চলে আসে মাকো আসেনসিওর কাছে।ফিরতি প্রচেষ্টায় লা পালমাসের জালে বল জড়ান স্প্যানিশ এ তারকা।
তবে ঘরের মাঠে ৫ মিনিট পরেই এ গোল শোধ দিয়ে দেয় পালমাস। মমোর ক্রস ভারানে ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হন। ফলে বল পেয়ে যান তানাসু। ডি বক্সের ভিতরে তা থেকে নিখুঁত শটে দলকে সমতায় আনেন তানুস।
ম্যাচের ৪৩ মিনিটে গ্যারেথ বেল গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি। ফলে ১-১ ব্যবধানে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে দু’দল।
বিশ্রাম শেষে মাঠে নেমে অনেকটা রক্ষণ সামলে খেলার চেষ্টা করে লা পালমাস। ফলে ব্যবধান গড়তে কিছুটা বেকায়দায় পড়ে যায় রিয়াল। ফলে আক্রমণে শক্তি বাড়াতে আরেক স্ট্রাইকার বেনজেমাকে মাঠে নামান রিয়াল কোচ জিদান। কোচের আস্থার প্রতিদান দিয়ে ম্যাচে নামার ৩ মিনিটের মধ্যেই দলকে লিড এনে দেন বেনজেমা। ম্যাচের ৬৭ মিনিটে ফরাসি এ তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।
তবে দুইবার আগে গোল করলেও লিড ধরে রাখতে পারেনি রিয়াল। রিয়ালের হালছাড়া খেলার সুবাদে সমতায় ফেরে লা পালমাস। ম্যাচের ৮৪ মিনিটে গোল করে ঘরের মাঠের সমর্থকদের আবারও উচ্ছ্বাসে ভাসান লা পালমাস ফুটবলার আরাউহো।
এই ম্যাচের ৭২ মিনিটে লুকাস ভাসকে নামিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলে নেন জিদান। এর ফলে পর্তুগিজ তারকার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল। ম্যাচের অতিরিক্ত সময়ে ইস্কোর হেড গোল পোস্টের বাইরে দিয়ে চলে গেলে আর ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি রিয়ালের। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
এ ম্যাচে হারলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকতে হতো রিয়ালকে। তবে ড্রয়ের ফলে এক পয়েন্টের ব্যবধানে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জিদানের দলটি। ৬ ম্যাচে শেষে ১৪ পয়েন্ট জমা হয়েছে তাদের স্কোরবোর্ডে।