
এম এম সি মেহেদী হাসান ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগের শ্যামবাগাত এলাকা থেকে একাধিক মামলার আসামী বহুল আলোচিত মাদক স¤্রাট মোঃ আজিম শেখ ওরফে আজিম মেম্বর কে আবারও মাদক সহ আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার বিকেলে তাকে ১১পিচ ইয়াবা ট্যাবলেট সহ থেকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটককৃত আজিম শ্যামবাগাত গ্রামের আঃ জব্বার শেখের পুত্র। সে মাদক সহ একাধিক মামলার আসামী বলে পুরিশ জানায়।