এম এম সি মেহেদী হাসান, বাগেরহাট ঃ বাগেরহাটের ফকিরহাটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টন সরকারি ওএমএস-এর চাউল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নছিমনযোগে পাচার করার সময় স্থানীয় জনসাধারনের সহযোগীতায় পুলিশ জব্দ করেছে। স্থানীয়রা জানান, ফকিরহাটে চাউলের গোডাউন থেকে দুইটি নছিমনযোগে উক্ত চাউল সরিয়ে নেওয়ার সময় স্থানীয়দের রোশানলে পড়ে নছিমন চালক। এসময় সংশ্লিষ্ট মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দুইটি নছিমনসহ ৬টন চউল জব্দ করে এবং চালক ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ওসিএলএসডি আশরাফুল হকের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের কোন সঠিক ভাবে কিছু বলতে পারেনি। এ ব্যাপারে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ জানান, ঘটনার তদন্ত চলছে। তবে ঘটনার সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


