ফকিরহাটে জবর দখল

এম এম সি মেহেদিঃ ফকিরহাটের নিজ বসতবাড়ী থেকে গাছ ও বাঁশ কেটে নিয়ে গেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে গত পরশু পিলজংগ শ্যামবাগাত এলাকায়।

সূত্রে জানা গেছে শ্যামবাগাত গ্রামের ওফাজউদ্দিনের পুত্র সিরাজ উদ্দিন এর বাড়ী থেকে প্রতিপক্ষরা জোর করে বাঁশ ও গাছ কেটে নিয়ে গেছে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সিরাজ বিচারের আশায় বিভিন্ন দারে দারে ধরনা দিচ্ছে।