ফকিরহাটে জৈবিক পদ্ধতিতে পোকা দমন

এম এম সি মেহেদী হাসান: ফকিরহাটে জৈবিক পদ্ধতিতে পোকা দমনে শতভাগ সফলতা অর্জনে কৃষকদের প্রশিক্ষনের মাধ্যমে উৎসাহিত করা হয়। গত সোমবার দুপুরে পিলজংগ এলাকায় চলতি বোরো মৌসুমে লাইন লোগো করে ধান রোপনের উপকারিতা, ক্ষতিকর পোকা দমনে আলোর ফাঁদ পেতে পোকা সনাক্ত করণ ও দমনের কৌশল, পাখি দিয়ে পোকা দমনে পার্চিং পদ্ধত্বি ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে শতাধিক কৃষক কৃষানীকে প্রশিক্ষন দেওয়া হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মোতাহার হোসেনের নেতৃত্বে প্রশিক্ষন প্রদান করেন, ডিডিআইপিএম রেজাউল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক দিপক কুমার রায়, বিরেন্দ্র নাথ মজুন্দার, বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার দাস। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ উপস্থীত ছিলেন।