ফকিরহাটে ডোর টু ডোর সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন স্থানে ডোর টু ডোর দুঃস্হ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর একটি টিম।উপজেলার কয়েকটি ইউনিয়নে সচেতনা সহ ফকিরহাটের ১৬টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেন তারা।

সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নের ত্রাণ সহায়তা তুলে দেন ৭ পদাতিক ডিভিশনের ২৮ ব্রীগেডের অধিনস্হ ৬৬ ইষ্টবেঙ্গল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু মোঃ শাহনুর শাওন এবং ৬৬ ইস্ট বেংগল এর লেফটেন্যান্ট মাহমুদুল হাসান মৃদুল সহ অন্যান্য সেনা সদস্যরা।

এসময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আবু মোঃ শাহনুর শাওন বলেন,সেনাবাহিনীর প্রধানের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের রেশনের একটি অংশ তৃণমূল পর্যায়ের দুস্থ ও অসহায়দের মাঝে উপহার দিচ্ছি। এছাড়া তিনি আরো বলেন,আমরা লক্ষ করেছি বাগেরহাটের সাধারণ মানুষ ব্যাপক সচেতন।দেশের সার্বিক দিক বিবেচনা করলে বাগেরহাটে কিন্তু এখনো এই মহামারী প্রবেশ করতে পারেনি সেই দিক থেকে আমি বলবো বাগেরহাটের মানুষ অনেকটাই সচেতন।