
ফকিরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় দেশব্যাপী মশক (মশা) নিধন ও পরিছন্নতা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “নিজ আঙ্গনা পরিস্কার রাখি’ ‘সবাই মিলে সুস্থ্য থাকি এই শ্লোগানকে সামনে তুলে ধরে বিশাল এক র্যালি সদর ইউনিয়ন পরিষদ চত্ত¡র থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলুর সভাপতিত্বে এসময় ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, জগরুল হায়দার বাবু, আঃ জব্বার শেখ, শিউলি আক্তার, নিলিমা আক্তার, প্রভাষক সজল আহম্মেদ, উদ্যোক্তা ডালিয়া আক্তার, বাবু সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।