
এম এম সি মেহেদিঃ চলমান মাদক বিরোধী অভিযান কে সামনে রেখে ফকিরহাটে নওয়াপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে র্যাব ৬ এর একটি দল ইয়াবা সহ দুই জনকে আটক করে। আসামীরা হলো কান্দাপাড়া এলাকার নুর মোহাম্মাদ এর পুত্র মোঃ শাহিন(২৮) ও একই এলাকার শেখ মাহাবুবুর রহমানের পুত্র শেখ জসিমউদ্দিন(২৫)। আটককালে তাদের কাছ থেকে (১৫০) পিচ ইয়াবা উদ্ধার করে র্যাব-৬। এ বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ফলতিতা এলাকা থেকে মূলঘর ইউনিয়নের কাকডাংঙ্গা এলাকার জুলফিকার আলীর পুত্র শেখ শহিদুল ইসলাম বাদল(৩২) ও একই এলাকার ইসলাম শেখের পুত্র রিপন শেখ(১৮) কে ২০ পিচ ইয়াবা সহ আটক করে। এঘটনায়ও ফকিরহাট মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ফকিরহাট মডেল থানার এ.এস.আই সালেহ আহমেদ নয়ন এর নের্তৃতে ঘনশ্যামপুর এলাকার ইসলাম শেখ এর পুত্র মাহাবুব শেখ(৩২) কে ৫০ গ্রাম গাজা সহ আটক করে পুলিশের একটি দল। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনর্চাজ আবু জাহিদ শেখ জানান ম্দাককে না বলতে হবে। সকলের সহযোগীতায় নির্মূল করা সম্ভব বলে জানান তিনি।