ফকিরাপুলে হোটেল এক ব্যক্তির লাশ উদ্ধার

লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রোববার দিবাগত রাত ১১টায় আসমা হোটেলের দ্বিতীয় তলার ৫ নম্বর কক্ষ থেকে লাশ উদ্ধার  করে মতিঝিল থানা পুলিশ। জামাল হোসেনের বাবার নাম গণি মিয়া। বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায়।

রাজধানীর ফকিরাপুলের একটি হোটেল থেকে জামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের ধারণা, হার্ট অ্যাটাকে জামাল হোসেন মারা গেছেন।

হোটেলের ম্যানেজার মো. জুয়েল জানান, সারা দিনে তার কোনো খোঁজ খবর না দেখে তারা তার কক্ষের দরজায় গিয়ে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তাদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম জানান, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন। মৃত্যুর আসল কারণ জানতে লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।