ফখরুলের নামে বিরূপ মন্তব্যের ফটোকার্ড প্রচার, যা বলল রিউমর স্ক্যানার

সম্প্রতি ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন- এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো সংবলিত ওই মন্তব্যের একটি ফটোকার্ডও প্রচার করা হয়েছে। তবে এই তথ্য ভুয়া বলে জানিয়েছে ফ্যাক্টচেক বিষয়ক সংস্থা রিউমর স্ক্যানার।

অনুসন্ধানে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার জানিয়েছে, এতে ওই টেলিভিশনটির লোগো ও এটি প্রকাশের তারিখ হিসেবে ২৮ ডিসেম্বর উল্লেখ করা হয়েছে। এর সূত্র ধরে গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত সংবাদ ও ফটোকার্ডগুলো পর্যালোচনা করে এমন শিরোনামের কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ওই টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল বা অন্য কোনো গণমাধ্যমেও এমন দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে চ্যানেলটির ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২৮ ডিসেম্বর ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না–মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সঙ্গে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। শুধু আলোচিত ফটোকার্ডটিতে ‘সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘সংস্কারের নামে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এর ফলাফল ভয়াবহ হবে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। ফটোকর্ডটির রংও পরিবর্তন করা হয়েছে।অর্থাৎ টেলিভিশনটির এই ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।