ফখরুল ইসলামের একান্ত সহকারী ইউনুস আলীকে আটক

জ্যেষ্ঠ প্র‌তি‌বেদক : বুধবার বি‌কেল সা‌ড়ে ৪ টার দি‌কে ‌রাজধানীর গুলশা‌নে বিএনপি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে ডি‌বি পু‌লিশ তা‌কে আটক করে। বিএনপির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগী‌রের একান্ত সহকারী ইউনুস আলীকে আটক করা হয়েছে।

বিএন‌পি চেয়ারপারস‌নের মি‌ডিয়া উ‌ইং সদস্য শায়রুল ক‌বির খান আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। ইউনুস আলী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

পু‌লি‌শের ওপর হামলায় দায়ের করা মামলায় বেশ ক‌য়েক‌দিন ধ‌রেই বিএনপি নেতা-কর্মী‌দের গ্রেপ্তার করা হ‌চ্ছে। দল‌টির অভি‌যোগ, ওই ঘটনার পর থেকে ১১০০ এর বে‌শি নেতা-কর্মী‌কে আটক করা হ‌য়ে‌ছে।