চট্টগ্রামের ফটিকছড়িতে ঝটিকা মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।
রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার নানুপুর এলাকায় এ মিছিল করেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ১০ থেকে ১২ জন নেতাকর্মী নানুপুর লায়লাকবির কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু করেন। মিছিলটিতে নেতৃত্ব দেন জাহিদ নামে প্রবাসী আওয়ামী লীগ নেতা। তার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন নেতাকর্মী ছিলেন । কয়েক মিনিটের মধ্যেই মিছিলটি শেষ করে সটকে পড়েন তারা।
মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রবাসী জাহিদের নেতৃত্ব একটি ব্যানার ধরে মশাল মিছিল করা হয়। মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন। এছাড়া কয়েকজন কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিলে অংশ নিয়েছেন।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি সামাজিক যোাগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযান চালিয়ে হৃদয় ও এরশাদ নামে দুজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছি। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


