ফটোশুটে নতুন ঐশ্বরিয়া

বিনোদন  , তিনি বিশ্ব সুন্দরীর মুকুট পরেছিলেন ১৯৯৪ সালে। সেটা আরো ২২ বছর আগের কথা। সেই ঐশ্বরিয়ার বয়স এখন ৪৩ বছর। কিন্তু সৌন্দর্যের নিরিখে বয়সের তারতম্য বুঝতে দিতে রাজি নয় এই বলিউড সুপারস্টার।

নতুন একটি ফটোশ্যুটে তারই প্রমাণ রাখলেন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমা।

সিনেপ্রেমীদের মতে, সেখানে তাঁর থেকে ১৫ বছরের ছোট অানুষ্কাকেও হারিয়ে দিয়েছেন ঐশ্বরিয়া। অনেকে বলছেন এখানে অানুষ্কার থেকেও পর্দায় নাকি অনেক বেশি গ্ল্যামারাস রুপে হাজির হয়েছেন ঐশ্বর্যা।

আন্তর্জাতিক একটি ফ্যাশন ম্যাগাজিনের কাভারের জন্য সম্প্রতি শুটে দাড়ান স্টিল ক্যামেরার সামনে। দীর্ঘদিন পরে হলেও প্রমাণ করলেন ২৩ হোক বা ৪৩, এখনও বিশ্ব সুন্দরী তিনিই। খবর আনন্দবাজার।

1478687443_1 1478687443_0 1478687443

rai