ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলায় একটি বাস থেকে ৫৯ ভরি স্বর্ণসহ হবিবুর নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কামারখালী গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান বলেন, মধুখালী থানার উপপরিদর্শক মো. মনিরের নেতৃত্বে পুলিশ গড়াই সেতুর টোলপ্লাজা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হবিবুর রহমান নামে এক যাত্রীর মোজার ভেতর থেকে ৫৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় হবিবুর রহমানকে (৫২) আটক করা হয়।