ফরিদপুরে এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে মো. শাহজাহান শেখ নামে এক মাইক্রোবাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার রামনগর উচ্চবিদ্যালয়ের পাশের একটি ফসলের খেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসিম পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, রাতে শাহজাহান একটি সালিশে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সকালে স্থানীয়রা একটি ফসলের খেতে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।