ফরিদপুরে এক শিশুকে পুড়িয়ে হত্যা অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাইশাখালীতে ঘরে আগুন দিয়ে স্কুল পড়ুয়া এক শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার।

রোববার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম সাব্বির হোসেন শান্ত (১২)।

শান্ত বাইশখালী গ্রামের মো. আমির হোসেনের ছেলে ও ভাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পরিবার জানায়, একটি মামলায় সাক্ষী দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলছিল শিশুটির বাবার। একাধিকবার বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল। রোববার মধ্যরাতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে ঘরের মধ্যেই পুড়ে মারা যায় শিশুটি।

এ সময় আগুনে চারটি ঘরও ভস্মীভূত হয়। এতে ঘরের মধ্যে রাখা নগদ অর্থ, আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে যায়।

নিহতের পরিবারের দাবি, আগুনের সূত্রপাত হওয়ার মত কোনো উপাদান ওই ঘর ও তার আশপাশে ছিল না। শত্রুতার জেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. মিজানুর রহমান বলেন, আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।