ফরিদপুরে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এসকেন সরদার (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের জয়কালী গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের মৃত মজিদ সরদারের ছেলে।

সালথা থানা অফিসার ইনচার্জ ডিএম বেলায়েত হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খড়ি ব্যবসায়ী এসকেন সরদার বাড়ি থেকে স্থানীয় বাজারে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। বুধবার সকালে এলাকাবাসী মাঠের পাশে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্বত্তরা মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে।