ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও চারজন আহত

ফরিদপুর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বাস-মাহেন্দ্র সংঘর্ষে দুই শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার মো. হাসান খাঁ (৩২) ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের লিটন শেখ (৩০)।

এ ঘটনায় আহত মাহেন্দ্র চালকসহ চারজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকের কাজ করতেন।

কানাইপুর হাইওয়ে পুলিশের এসআই মো. নিজামুল ইসলাম জানান, কানাইপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে ফরিদপুর থেকে কামারখালীগামী একটি লোকাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্রের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও চারজন আহত হন।