
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার কুড়ানিয়ারচর মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ করা হয়েছে।
শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। পুলিশ রোববার ভোরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে।
তার নাম তারেক মোল্লা (২৫)। সে মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, রাতে ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তারেক তাকে মুখ চেপে ধরে টেনে হিচড়ে জঙ্গলে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে।
তিনি জানান, ঘটনার পর পুলিশ খবর পেয়ে তারেককে আটক করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মধুখালী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন