
নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফলের চালানের ভেতর আমদানি নিষিদ্ধ ২ হাজার কার্টন সিগারেট উদ্ধার করেছে ঢাকা বিমানবন্দর কাস্টমস। বুধবার দুপুরে আরব আমিরাত থেকে আমদানিকৃত ওই ফলের চালানের ভেতর থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়।
ঢাকা বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মিনহাজ উদ্দন পাহলোয়ান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস জানায়, লাইফ ওয়ান ট্রেডার্স, ঢাকা নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে ফলের ঘোষণা থাকলেও বিমানবন্দর কাস্টমসের অনুসন্ধানে ফলের প্যাকেটের ভেতর আমদানি নিষিদ্ধ সিগারেটের কার্টন পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের মধ্যে ব্ল্যাক, ডানহিল, বেনসন ও মন্ড। যার বর্তমান বাজার মূল্য ৬০ লাখ টাকা।