ফাঁসছেন ইউএনডিপি প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর

নিজস্ব প্রতিবেদক : শুল্কমুক্ত সুবিধার গাড়ি অবৈধভাবে নন-প্রিভিলেজড ব্যক্তির কাছে হস্তান্তর ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মামলায় ফাঁসছেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (ইউএনডিপি) বাংলাদেশের প্রাক্তন কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিজনার।

তাকে শুল্ক ফাঁকি ও মানি লন্ডারিংয়ের অপরাধে অভিযুক্ত করেছে শুল্ক গোয়েন্দার তদন্ত দল। শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায়  প্রিজনারের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করেছে সংস্থাটি। একই সঙ্গে ইউএনডিপির নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছে তদন্ত দল।

বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের  (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বরাবর পেশ করা তদন্ত প্রতিবেদনে মামলা করার অনুমতি চেয়েছে শুল্ক গোয়েন্দার তদন্ত টিম। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তদন্ত প্রতিবেদন অনুযায়ী স্টিফেন প্রিজনার শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের সঙ্গে জড়িত ছিলেন মর্মে প্রমাণ পাওয়া যায়। তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের শুল্কমুক্ত সুবিধার গাড়ি অবৈধভাবে নন-প্রিভিলেজড ব্যক্তির কাছে হস্তান্তর এবং এর মাধ্যমে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে গাড়িটির বিক্রয় ও এ সংক্রান্ত লেনদেনের অর্থ বাংলাদেশের বাইরে বিদেশি ব্যাংকের মাধ্যমে গ্রহণ করেছেন, যা মানি লন্ডারিংসংক্রান্ত অপরাধ হিসেবে বিবেচিত। তার এই কার্যক্রম শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় স্টিফেন প্রিজনারের বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

সূত্র আরো জানায়, তদন্ত প্রতিবেদনে একই সঙ্গে ইউএনডিপির নিউইয়র্কস্থ সদর দপ্তরে অভিযোগ বিবরণী প্রেরণেরও সুপারিশ করা হয়। ইউএনডিপিকে তাদের অনুসৃত নিজস্ব সুশাসনের নীতির আলোকে স্টিফেন প্রিজনারের বিরুদ্ধে আইনানুগ ও শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ওই সুপারিশে।

২০১৬ সালের ২৮ নভেম্বর স্টিফেন প্রিজনারের ব্যবহৃত শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়িটি উত্তরার একটি বাড়ি থেকে  উদ্ধার করে শুল্ক গোয়েন্দা।  এরপরই যুগ্ম পরিচালক মোহাম্মদ সফিউর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ছয় মাসের বেশি সময় ধরে তদন্তে শেষে আজ মামলার সুপারিশ করা হলো।