ক্রীড়া প্রতিবেদক : সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। শিলিগুঁড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়েছে ম্যাচটি।
ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারত ১-০ গোলে এগিয়ে রয়েছে।
এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনাল খেলছে ভারত। আগের তিন আসরের শিরোপা তারাই জিতেছে। অন্যদিকে প্রথমবারের মতো ফাইনাল খেলছে বাংলাদেশ। প্রথম শিরোপা জিততে মরিয়া বাংলাদেশও। শেষ পর্যন্ত বিজয়ের হাসি কাদের মুখে শোভা পায় সেটাই দেখার বিষয়।
উল্লেখ্য, সাফে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করেছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।