
খেলা ডেস্ক : ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের চতুর্থ আসর বসে ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায়। পঞ্চম আসর অনুষ্ঠিত হবে ২০১৮ সালে। আর এই আসরের সহ-আয়োজক পাকিস্তান। ফাইনাল ম্যাচ ছাড়াও বেশ কিছু ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে। সোমবার পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সৈয়দ সুলতান শাহ বলেন, ‘পাকিস্তান ছাড়াও ২০১৮ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে আরো সাতটি দল অংশ নিবে। তাদের মধ্যে রয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে এশিয়ার দেশগুলোর ম্যাচ পাকিস্তানে হবে। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা পাকিস্তানে খেলবে। ইউরোপ ও অন্যান্য দেশগুলো খেলবে দুবাইতে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।’
সৈয়দ সুলতান শাহ সুলতান মনে করেন ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ আয়োজন পাকিস্তানের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনবে। তিনি বলেন, ‘আশা করছি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ পাকিস্তানে আয়োজন করতে পেরে আমরা গর্বিত।’
তিনি আরো বলেন, ‘ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহযোগিতা চেয়ে লিখিত আবেদন করেছি। পাশাপাশি অন্যদেশগুলোর ভিসা প্রক্রিয়া দ্রুততর করার বিষয়টিও উল্লেখ করেছি।’