ফাইভজি চালু করল গ্রামীণফোন ও রবি

দেশের শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর প্রামীণফোন ও রবি আজিয়াটা লিমিটেড পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক বা ফাইভজি চালু করেছে। গতকাল সোমবার থেকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ফাইভজির যাত্রা শুরু হলো বিভাগীয় শহরগুলোয়।
গতকাল দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে তাদের ফাইভজি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর ঘণ্টাখানেকের মধ্যেই ফাইভজি চালুর ঘোষণা দেয় গ্রামীণফোন।রবি জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাতটি স্থানে তাদের ফাইভজি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘ফোরজি এখনো মানসম্মত নয়’ : প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ফোরজি সেবার মান এখনো আশানুরূপ নয়।এটি কোনো একক অপারেটরের ব্যর্থতা নয়, বরং সামগ্রিক ব্যবস্থার ঘাটতি। এর প্রভাবে ব্যাবসায়িক ও ডিজিটাল সেবা বাড়ছে না।’
তিনি আরো বলেন, ‘ফাইভজি শুধু দ্রুতগতির ইন্টারনেট নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও স্মার্ট সিটির সম্ভাবনার দুয়ার খুলে দেবে।’ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ফাইভজি কার্যকরভাবে চালু করতে কেবল ৭০০ মেগাহার্টজ নয়, বরং ৮০০, ৯০০-সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করতে হবে।নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিতে দূরত্বে সিগন্যাল পাঠানো সহজ হয়। কেবল উচ্চ ব্যান্ডে সীমাবদ্ধ থাকলে গ্রামীণ ও শহর এলাকায় কাভারেজ নিশ্চিত করতে অনেক বেশি টাওয়ার বসাতে হবে।
‘দাম ফোরজির মতোই রাখবে রবি’ : রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রাশিদ বলেন, ‘সরকারের নীতিগত সহায়তায় আমরা দ্রুততম সময়ে ফাইভজি চালু করতে পেরেছি।’ রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, ‘আমরা গ্রাহক অভিজ্ঞতা যাচাই করছি। কোথায় কতটুকু ফাইভজি কাজ করছে তা দেখেই পরবর্তী সম্প্রসারণ হবে।আমাদের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ৮০০ থেকে এক হাজার ফাইভজি সাইট চালু করা।’
তিনি জানান, রবির ৬০ শতাংশ গ্রাহকের কাছে ফোরজি ফোন রয়েছে। অন্যদিকে ফাইভজি ফোনের সংখ্যা মাত্র ৬-৭ শতাংশ। কিছু এলাকায় তা ২০ শতাংশ পর্যন্ত। যেখানে ১৫-২০ শতাংশ গ্রাহকের হাতে ফাইভজি ফোন থাকবে, সেখানে এ সেবা চালু করবে রবি। ইন্টারনেটের দাম ফোরজির মতোই থাকবে।
গ্রামীণফোনের ঘোষণা : একই দিন ফাইভজি চালুর ঘোষণা দেয় গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) ইয়াসির আজমান গতকাল ফেসবুক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা আজ বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে ফাইভজি চালু করছি।’
তিনি আরো বলেন, ‘দ্রুততর ও নির্ভরযোগ্য নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেশে উদ্ভাবন, উদ্যোক্তা এবং স্মার্ট সেবা তৈরির নতুন দুয়ার খুলে দিচ্ছি। আমাদের লক্ষ্য—মানুষকে প্রয়োজনীয় সংযোগে যুক্ত করা এবং দেশের অগ্রগতি ও উৎপাদনশীলতা নিশ্চিত করা।’
ফাইভজি কী? : ফাইভজি হলো পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক প্রযুক্তি। এটি ফোরজির তুলনায় গতি, নির্ভরযোগ্যতা এবং প্রতিক্রিয়ার সময়—সব ক্ষেত্রেই অনেক উন্নত। ফোরজি যেখানে সর্বোচ্চ ১০০ মেগাবাইট পার সেকেন্ড গতির ইন্টারনেট দিতে পারে, ফাইভজি সেখানে তাত্ত্বিকভাবে ১ থেকে ১০ গিগাবাইট পার সেকেন্ড পর্যন্ত গতি দিতে পারে।