‘ফাদার বেঞ্জামিন’ মৃত্যুতে শিক্ষামন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : নটরডেম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্টারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বেঞ্জামিন কস্টারের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষককে হারাল। তার অভাব সহজে পূরণ হওয়ার নয়। শিক্ষাক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নতুন প্রজন্মকে উপযুক্ত হিসেবে গড়ে তোলায় তার অবদান রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা পরিবারে তিনি অভিভাবকের মতো ছিলেন। তার মৃত্যুতে শিক্ষা পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

শিক্ষামন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষামন্ত্রী বেঞ্জামিন কস্টার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আজ সকালে রমনায় সেন্ট মেরিস ক্যাথিড্রালে যান এবং তার মরদেহে পুস্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্টা গতকাল ঢাকায় একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ১৯৪২ সালে পাবনায় জন্মগ্রহন করেন। তিনি নতুন প্রতিষ্ঠিত নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন।