সচিবালয় প্রতিবেদক : কলকাতায় জেএমবি নেতা ফারুক গ্রেপ্তার হওয়ার খবর এখনো আনুষ্ঠানিকভাবে পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেছেন, ‘ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে পালিয়ে যাওয়ার ঘটনার মূল হোতা এই ফারুকই যদি ভারতে গ্রেপ্তার জেএমবি নেতা ফারুক হয়, তাহলে তো আমাদের জন্য বড় খবর। তবে তাকে গ্রেপ্তারের খবর আমরা এখনো আনুষ্ঠানিকভাবে পাইনি। এজন্য হয়তো আরো দু-একদিন অপেক্ষা করতে হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামিকে তারা ফেরত দেবে। এই ফারুক সেই ফারুক হলে, ভারতের সঙ্গে আমাদের চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনা যাবে।’