আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহীগোষ্ঠী ফার্কের সঙ্গে শান্তিচুক্তিতে অনুমোদন দিয়েছে কলম্বিয়ার পার্লামেন্ট।
প্রথমবার গণভোটে শান্তিচুক্তি প্রত্যাখ্যাত হওয়ায় দ্বিতীয়বার ফার্কের সঙ্গে চুক্তি করে দেশটির সরকার। তবে এবার জনগণের ভোটের ওপর ছেড়ে না দিয়ে শান্তিচুক্তি কার্যকরের দায়িত্ব পার্লামেন্টকে দিয়েছে প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।
বুধবার কলম্বিয়ার কংগ্রেসের (পার্লামেন্ট) নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সর্বসম্মতিক্রমে শান্তিচুক্তি অনুমোদিত হয়। এর আগের দিন উচ্চকক্ষ সিনেটের সমর্থন পায় এটি।
প্রেসিডেন্ট সান্তোস পার্লামেন্টের সমর্থনকে ‘মাইলফলক’ হিসেবে অভিহিত করেছেন। এ চুক্তি অনুযায়ী, হাজার হাজার ফার্ক বিদ্রোহী সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে জঙ্গল ছেড়ে সাধারণ জীবনে ফিরবেন।
ফার্কের সঙ্গে প্রথমবারের শান্তিচুক্তি অক্টোবর মাসে গণভোটে প্রত্যাখ্যাত হয়। কলম্বিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অর্ধ শতাব্দী ধরে যুদ্ধ চালিয়ে আসা ফার্কের সঙ্গে শান্তি স্থাপনে উদ্যোগ নেন সান্তোস। অবশেষে তার এ উদ্যোগ আলোর মুখ দেখতে যাচ্ছে। ফার্ক বিদ্রোহীরা অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরলে সমাপ্তি ঘটবে অর্ধশতাব্দীর গৃহযুদ্ধ।
ফার্কের সঙ্গে গৃহযুদ্ধে ২ লাখ ৬০ হাজার মানুষ নিহত হয়েছে। চুক্তির বিরোধীরা দাবি করে আসছে, চুক্তিতে বিদ্রোহীদের দায়মুক্তি দেওয়া হচ্ছে, উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না।
আগামী ছয় মাসের মধ্যে ফার্ক বিদ্রোহীরা একটি নির্দিষ্ট এলাকায় জড়ো হবেন। সেখানে তারা অস্ত্র জমা দেবেন। গঠন করবেন একটি রাজনৈতিক দল। ফার্কনিয়ন্ত্রিত অঞ্চলে সেনাবাহিনী প্রবেশ করবে এবং মাদক চোরাচালান বন্ধে ব্যবস্থা নেবে।
কিউবার রাজধানী হাভানায় ফার্ক বিদ্রোহী ও কলম্বিয়া সরকারের মধ্যে চার বছর ধরে আলোচনার পর চুক্তিতে পৌঁছাতে রাজি হয় উভয় পক্ষ। কিন্তু গণভোটে চুক্তি প্রত্যাখ্যাত হলে তারা বুঝতে পারে কিছু শর্ত জনগণ পছন্দ করছে না। ফলে দ্বিতীয়বার চুক্তি করতে হয় তাদের। প্রেসিডেন্ট সান্তোস বলেছেন, দ্বিতীয়বারের চুক্তিতে বিরোধীদের দাবির প্রতিফলন ঘটেছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।