ফার্নিচার সলিউশন ‘হেটিক’ এর যাত্রা শুরু হয়েছে ঢাকায়

অর্থনৈতিক প্রতিবেদক : জার্মানিভিত্তিক ইন্টেলিজেন্ট কিচেন ও ফার্নিচার সলিউশন ‘হেটিক’ এর যাত্রা শুরু হয়েছে ঢাকায়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শনিবার রাজধানীর অভিজাত এলাকা বানানীতে ১১ নম্বর সড়কে হেটিক অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বাংলাদেশে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করে বলেন, ‘অত্যাধুনিক হেটিক পণ্য দেশের মানুষের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।’

প্রসঙ্গত, হেটিক উচ্চমানের পণ্য উদ্ভাবনের জন্য বিশ্বখ্যাত। ১২৯ বছর আগে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডের পণ্য এখন সারা বিশ্বে সমাদৃত। যা রান্নাঘর, বেডরুম, ড্রইংরুম, অফিস ও ওয়াশরুমের সাধারণ চেহারা পরিবর্তন করে অসাধারণ জৌলুসে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ প্রযুক্তির সাত হাজারেরও বেশি পণ্য যেমন জায়গা সাশ্রয়ী তেমন সাবলীল ও শব্দহীন। হেটিক সব ধরনের বিশ্বসেরা কেবিনেট, হার্ডওয়্যার এবং ফিটিংসও তৈরি করে আবাসিক আর বাণিজ্যিক অ্যাপার্টমেন্টের জন্য। সঙ্গে আজীবন ওয়ারেন্টিও প্রদান করে সব ধরনের পণ্যের।

বাংলাদেশে বিশ্বখ্যাত হেটিক পণ্য আমদানি করছে ফ্রেশ এক্সপোর্ট ইমপোর্ট লিমিটেড।