
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের পারবতী বিশ্বাসের মেয়ে আরাধ্য বিশ্বাস। সাত বছরের শিশু কন্যাটির পাসপোর্টের জন্য আবেদন করার পর ফিঙ্গার প্রিন্ট দিলেই তার লিঙ্গসহ পরিচয় পরিবর্তন হয়ে যাচ্ছে। কম্পিউটারের স্ক্রিনে আরাধ্য বিশ্বাসের ফিঙ্গার দেওয়ার পর সওকত উল্লাহ নামে একটি ছেলের ছবিসহ পরিচয় ভেসে আসছে। শুধু তা-ই নয়, একাধিকবার চেষ্টা করার পরও বিভিন্ন ছবি, নাম, ধর্ম ও লিঙ্গ পরিবর্তন দেখাচ্ছে আরাধ্য বিশ্বাসের।
বৃহস্পতিবার সকাল থেকে অনেকবার চেষ্টা করেও পাসপোর্ট করতে না পেরে ফিরে গেছে। আগামী সোমবার ফের তার পরিবারকে পাসপোর্ট অফিসে আসতে বলা হয়েছে। নগরীর বয়রা এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের এমন নানাবিধ সমস্যা গত দুই দিন ধরে চলছে। যার ফলে দূরদূরান্ত থেকে আসা পাসপোর্ট আবেদনকারীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, সফটওয়্যার সমস্যার কারণে এমনটা হচ্ছে। কবে নাগাদ এর সমাধান হবে বলা মুশকিল। তবে অনেক আবেদনকারী হাতে মেহেদী মাখার পর ফিঙ্গার প্রিন্টের সমাধান হওয়ায় উচ্ছ্বাসও প্রকাশ করেছেন।
যুগান্তরের অনুসন্ধানে দেখা যায়, আরাধ্য বিশ্বাসের মতো এরকম অনেক আবেদনকারী পাসপোর্ট অফিসে ফিঙ্গার প্রিন্টের জটিলতায় ভুগছে। অনেকের দুই-তিন বার ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পরও ডাটা না নেওয়ার কারণে ফিরে যেতে হচ্ছে পাসপোর্ট না করেই। আবার অনেকের চারটি আঙুলের মধ্যে তিনটি আঙুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পর একটি আঙুলের জন্যও অনেকেই পাসপোর্ট করতে পারছে না। বিষয়টি তদন্তের জন্য বেশ কয়েকজনের সঙ্গে আলাপ হয়। অনেকের হাতে কাটা দাগ না থাকার কারণে ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে না। সে ক্ষেত্রে তাদের মেডিকেল সার্টিফিকেট লাগছে। অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীর এনওসি থাকার পরও ফিঙ্গার না মেলার কারণে জামিনদার হিসাবে কাউকে কাউকে পাসপোর্ট করে দেওয়া হচ্ছে। তেরখাদা উপজেলার জয়ন্ত সেনা এলাকার ইমরান হোসেনের ছেলে সাখাওয়াত মোল্লা জানান, আমার বাবা বিদেশে থাকে। আমিও বিদেশে যাব। তাই পাসপোর্ট করতে এসেছি। চারটি আঙুলের মধ্যে তিনটি আঙুলের ফিঙ্গার প্রিন্ট মিল থাকলেও একটির কারণে পাসপোর্ট হয়নি। অফিস থেকে আমাকে মেডিকেল সার্টিফিকেট আনতে বলেছে। তবে কি ধরনের মেডিকেল সার্টিফিকেট সেটা বলেনি। পাসপোর্ট অফিসের নতুন কয়েকজন কর্মচারীর ব্যবহার আশানুরূপ সন্তোষজনক নয়।
রূপসা উপজেলার বাগমারা এলাকার সুলতান শেখের ছেলে হাসান বলেন, আমরা অনেকেই এসেছি পাসপোর্ট করতে। সকাল থেকে সার্ভারের সমস্যার কারণে কাজ হচ্ছিল না। এরপর ফিঙ্গার প্রিন্ট নিচ্ছিল না। পরে আমরা কেনা মেহেদী চারটি আঙুলের মাথায় মেখে ফিঙ্গার দিলে কাজ হয়েছে।
খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাইদ যুগান্তরকে জানান, ই-পাসপোর্ট করার সময় অনলাইনের একাধিক সাপোর্ট লাগে। বিশেষ করে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি), জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন (বিআরসি), ব্যাংক, রোহিঙ্গাসহ নানান ধরনের তথ্য অনলাইনের মাধ্যমে যাচাই করতে হয়। গত দুইদিন এনআইডি এবং রোহিঙ্গার সফটওয়্যারে সমস্যা হয়েছে। এটা সারা দেশেই। যার কারণে অনেকের সাময়িক সমস্যা হয়েছে। আমরা এ বিষয়ে হেড অফিসে কথা বলেছি। খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। এ টেকনিক্যাল বিষয়গুলো আমাদের হাতে থাকে না।