আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডে এক রাজনীতিবিদসহ তিন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার মধ্যরাতের পর দক্ষিণ-পূর্বের শহর ইমাতরার একটি রেস্তোঁরা থেকে বের হওয়ার সময় তাদের গুলি করা হয়।
নিহতদের মধ্যে একজন স্থানীয় রাজনীতিবিদ রয়েছেন। তার নাম টিনা উইলেন জাপ্পিনেন (৫০)। তিনি ইমাতরা নগর কাউন্সিলের সভাপতি ছিলেন। নিহত অপর দুজন পেশায় সাংবাদিক। তাদের হত্যার কারণ জানা যায়নি। এ ঘটনায় ২৩ বছরের এক তরুণকে আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে একটি রাইফেল ব্যবহার করা হয়েছে। হতাহতরা নির্বিচার গুলির শিকার হয়েছিলেন। হত্যাকাণ্ডের পরপর জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ফিনল্যান্ডে অপরাধের মাত্র বিশ্বের অন্য দেশের তুলনায় সর্বনিম্ম। তবে দেশটিতে বন্দুক মালিকের সংখ্যা সবচেয়ে বেশি। মূলত অবসর সময়ে শিকার করার জন্য এসব বন্দুক ব্যবহার করা হয়।