আন্তর্জাতিক ডেস্ক : ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বর্ণবাদ ও সহিংসতাবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার এ বিক্ষোভে অংশ নিয়েছিল প্রায় ১৫ হাজার মানুষ।
চলতি মাসের শুরুতে নব্য নাৎসি গ্রুপ আয়োজিত বিক্ষোভ সমাবেশের প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর হামলা চালানো হয়। আহত কয়েকদিন আগে মারা গেছে। দেশটিতে গত বছর শরণার্থীদের ঢল নামায় ডানপন্থী দলগুলো এর প্রতিবাদ জানাতে শুরু করে। তাদের ব্যাপক প্রচারণায় দেশটিতে অভিবাসনবিরোধী সেন্টিমেন্ট বিস্তার লাভ করতে শুরু করেছে।
শনিবার বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেছেন, দেশে বর্ণবাদী মনোভাব বৃদ্ধি এবং চরম ডানপন্থীদের সহিংসতা বেড়ে যাওয়ায় এখন সবার নীরবতা ভাঙ্গার সময় এসেছে।
রোসা নামে এক বিক্ষোভকারী বলেন, ‘ লোকেরা অনুভব করছে এখানে বর্ণবাদবিরোধী আলোচনা যথেষ্ট পরিমাণে করা হচ্ছে না। অনেক বেশি অবহেলা করা হয়েছে। আমাদের সবাইকে বেশি করে বর্ণবাদী নেতা সহ বর্ণবাদবিরোধী আলোচনা বেশি করে করা উচিৎ।’
প্রধানমন্ত্রী জুহা সিপিলাও কুয়োপিও শহরে বর্ণবাদবিরোধী একটি সমাবেশে যোগ দিয়েছেন। সিপিলার বিরুদ্ধে অবশ্য ডানপন্থী দলগুলোর বিরুদ্ধে সতর্ক মন্তব্য করার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, ‘ লোকজন এখানে এসেছে একটি কারণে। চরমপন্থীদের সহিংসতার বিরুদ্ধে দেশের অধিকাংশ লোকই নীরব।’