ক্রীড়া ডেস্ক : ফিফা বর্ষসেরা খেলোয়াড়-২০১৫ এর পুরস্কারের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। সেখান থেকে ডিসেম্বরে তিনজনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আর সেখান থেকে ৯ জানুয়ারি প্রকাশ করা হবে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের নাম। ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বেশি খেলোয়াড় রয়েছে রিয়াল মাদ্রিদ থেকে। রিয়ালের ৫ জন খেলোয়াড় স্থান করে নিয়েছে সংক্ষিপ্ত তালিকায়। আর বার্সেলোনা থেকে রয়েছে ৪ জন খেলোয়াড়।
এ ছাড়া লেস্টার সিটির ৩ জন, ম্যানসিটির ২ জন, ম্যানইউর ২ জন, আর্সেনালের ২ জন, বায়ার্ন মিউনিখের ২, অ্যাটলেটিকো মাদ্রিদের, জুভেন্টাস ও ওয়েস্টহ্যামের ১ জন করে খেলোয়াড় রয়েছেন। চলুন দেখে নিই কোন ক্লাবের কতজন খেলোয়াড় রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।
রিয়াল মাদ্রিদ ৫ : ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, টনি ক্রুস, সার্জিও রামোস ও লুকা মদ্রিচ।
বার্সেলোনা ৪ : লিওনেল মেসি, নেইমার দ্য সিলভা, লুইস সুয়ারেজ ও আন্দ্রেস ইনিয়েস্তা।
লেস্টার সিটি ৩ : এ’গোলো কান্তে, রিয়াদ মাহারেজ ও জিমি ভার্ডি।
ম্যানসিটি ২ : সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইনি।
ম্যানইউ ২ : জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবা।
আর্সেনাল ২ : মেসুত ওজিল ও আলেক্সিস সানচেজ।
বায়ার্ন মিউনিখ ২ : রবার্ত লেভানডোস্কি ও ম্যানুয়েল ন্যুয়ার।
অ্যাটলেটিকো মাদ্রিদ ১ : অ্যান্তোনিও গ্রিয়েজমান
জুভেন্টাস ১ : জিয়ানলুইজি বুফন।
ওয়েস্টহ্যাম ১ : দিমিত্রি পায়েত।