বিনোদন ডেস্ক : সুপারহিট তামিল সিনেমা ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েল নির্মাণ করবেন নির্মাতা সৌন্দর্য্য রজনীকান্ত। শোনা যাচ্ছে, এতে অভিনয় করবেন অভিনেত্রী কাজল।
এর আগে সৌন্দর্য্য রজনীকান্ত ঘোষণা দিয়েছিলেন, এ সিনেমায় বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনয় করবেন।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, ‘ভেল্লাইল্লা পাত্তাধারি’ বা ‘ভিআইপি টু’ সিনেমায় অভিনয় করবেন দিলওয়ালে খ্যাত অভিনেত্রী কাজল দেবগন। এতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। তবে এ বিষয়ে পরিচালক ও কাজল কেউ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
ধানুশ অভিনীত এ সিক্যুয়েলে অভিনয়ের জন্য কাজল যদি সম্মতি জানান তবে দীর্ঘ ১৯ বছর পর তামিল সিনেমায় দেখা যাবে তাকে। কাজল অভিনীত সর্বশেষ তামিল সিনেমা ‘মিনসারা কানাভু’। রোমান্টিক ঘরানার এই সিনেমায় কাজলের বিপরীতে অভিনয় করেছিলেন অরবিন্দ স্বামী। ১৯৯৭ সালে মুক্তি পায় সিনেমাটি।