ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল নির্বাচনে চমক দিল নির্বাচক প্যানেল। ধারাবাহিকভাবে ভালো করা আল-আমিন হোসেন বাদ পড়লেন। তার পরিবর্তে ফিরেছেন শফিউল ইসলাম। পেসার রুবেল হোসেন অটোমেটিক চয়েজ হিসেবে ডাক পেয়েছেন।
তবে আল-আমিনের পরিবর্তে শফিউল ইসলামের সুযোগ পাওয়ায় অনেক প্রশ্ন উঠছে। আল-আমিন হোসেন সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট, এশিয়া কাপে পেয়েছেন সর্বোচ্চ ১১ উইকেট। ঘরোয়া ক্রিকেটে প্রাইম দোলেশ্বরের হয়ে পেয়েছেন ২৫ উইকেট।
অন্যদিকে শফিউল সর্বশেষ ওয়ানডে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৪ সালে। একই বছর খেলেছিল টেস্ট ম্যাচ। অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে পেয়েছেন ১১ উইকেট। পরিসংখ্যানের বিবেচনায় আল-আমিন হোসেন শফিউলের থেকে ঢের এগিয়ে। তাকে নেওয়ার পিছনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাখ্যা, ‘কন্ডিশনিং ক্যাম্পে শফিউল খুব উন্নতি করেছে। ফিটনেস এবং অন্যান্য সব কিছু নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে শফিউলকেই নিয়েছি।’
কোচের ‘অপছন্দের’ তালিকায় আছে বলে আল-আমিন নেই। মিরপুরে এ নিয়ে জোর গুঞ্জন। তবে নির্বাচক বললেন, ‘আল-আমিনকে না নেয়ার ব্যাপার কোচের পছন্দ- অছন্দের কিছু নেই। আল আমিন এবং শফিউলের ফিল্ডিং দেখেন, তাহলেই পার্থক্যটা চোখে পড়বে। বোলিংয়ে শফিউল অনেক অভিজ্ঞ। প্রিমিয়ার লিগে সে কী করেছে, এর আগে আন্তর্জাতিক ম্যাচে কী করেছে, সেটাও বিবেচনা করা হয়েছে। তাকে নেয়ার ব্যাপারে নির্বাচন পদ্ধতিতে থাকা সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। আল-আমিনের ফিটনেস, ফিল্ডিং বিবেচনা করে তার ব্যাপার সিদ্ধান্ত নিয়েছি।’
তবে আল-আমিন যে বাদ পরেছেন এমনটা নয়। জানালেন পুলের সকল ক্রিকেটাররা যেকোনো সময় সুযোগ পেতে পারেন, ‘আমাদের সামনে আরো খেলা আছে, তাকে (আল-আমিন) ফেরানো হতে পারে। এমন না যে একদম বাইরে চলে গেছে। সামনে কিন্তু ইংল্যান্ডের বিপক্ষেও খেলা আছে। আল-আমিন আমাদের পুলের মধ্যেই আছে।’
স্কোয়াডের নতুন মুখ মোসাদ্দেক হোসেন সৈকত। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ডানহাতি এ অলরাউন্ডার। আবাহনীর হয়ে ১৪ ইনিংসে ৬২২ রান করেছেন মোসাদ্দেক। দলকে এক হাতে চ্যাম্পিয়ন করিয়েছেন যুবা ক্রিকেটার। শুধু ব্যাটিংয়ে না বোলিংয়েও পেয়েছেন ১৫ উইকেট। শুধু প্রিমিয়ার লিগ নয় জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্স করায় মোসাদ্দেককে বেছে নিয়েছেন নির্বাচকরা।
এদিকে আরাফাত সানীর পরিবর্তে সাকিবের সঙ্গে স্পিনে জুটি বাঁধবেন তাইজুল ইসলাম। তাইজুল ইসলাম ২০১৫ বিশ্বকাপের পর জাতীয় দলে ফিরেছেন।