
নেত্রকোনা প্রতিনিধি : এক মাস পর জেলার পূর্বধলার নিখোঁজ হওয়া পাঁচ ছাত্র নিজেরাই বাড়ি ফিরেছে।
বুধবার সকালে তারা ঢাকা থেকে ট্রেনযোগে শ্যামগঞ্জ স্টেশনে নেমে বাড়ি ফিরে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে য়ায়।
বাড়িফেরা পাঁচ ছাত্র হলো- জেলার পূর্বধলা উপজেলার মহিষবের গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বেলাল হোসেন (তালিমাটি-ই- ইসলামিয়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র), আইন উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র), হেলাল উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (তালিমাটি-ই- মাদ্রাসার ছাত্র), শফিকুল ইসলামের ছেলে নয়ন মিয়া (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র), আবদুল হামিদের ছেলে আরিফ মিয়া (জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র)।
নিখোঁজ হওয়া বেলাল হোসেন জানায়, তারা পাঁচজন ঢাকা শহর দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কাউকে কিছু না বলে ১ অক্টোবর ঢাকা চলে য়ায়। ঢাকা গিয়ে তারা কাকরাইলে বিপাশা হোটেলে বয় হিসেবে ৮০ টাকা রোজে কাজ করত। সেখানে তারা দিনে তিনজন এবং রাতে দুজন কাজ করত বলে জানায়। এক মাস কাজ করার পর তারা ২ হাজার ১০০ টাকা করে পেয়ে আজ বুধবার সকালে ট্রেনে বাড়ি ফিরে আসে।
খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যায়। আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের জানান, ওদেরকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।