আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ঘূর্ণিঝড় নক-টেনের আঘাতে চারজনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানলেও সোমবার এটি বয়ে যাচ্ছে রাজধানী ম্যানিলার ওপর দিয়ে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ঝড়ো হাওয়ার বেগ নিয়ে কাতানদুয়ানেস দ্বীপের কাছের উপকূলীয় এলাকায় আঘাত হানে নক-টেন। এর আগে ফিলিপাইনের জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছিল, ঘন্টায় ১৮৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২৫৫ কিলোমিটার পর্যন্ত বাতাসের বেগ নিয়ে নক-টেন উপকূলের দিকে এগিয়ে আসছে। এরপরই উপকূলীয় এলাকাগুলো থেকে প্রায় তিন লাখ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।
ফিলিপাইনের সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস জানিয়েছে, রোববার রাতে কুইজোন প্রদেশে প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে দিয়ে এক কৃষকের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া বন্যার পানিতে ডুবে এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে।
ফিলিপাইনের আবহাওয়া দপ্তর সোমবার সকালে জানিয়েছে, নক-টেন ঘন্টায় ১২০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে রাজধানী ম্যানিলার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। একইসঙ্গে প্রবল বৃষ্টিপাত হয়েছে এবং নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা দেখা দিতে পারে। নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিক্রম করলে উদ্ধার তৎপরতার জন্য নৌযান প্রস্তুত রাখা হয়েছে।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ পর্যবেক্ষণ কাউন্সিলের মুখপাত্র মিনা মারাসিগান বলেছেন, ‘আমাদের স্থানীয় দুর্যোগ কাউন্সিল পুরো সতর্ক রয়েছে। আমরা ত্রাণ, উদ্ধারকর্মী ও রাস্তা পরিচ্ছন্নের যন্ত্রপাতি নিয়ে প্রস্তুত রয়েছি।’