ফিলিপাইনে বিক্ষোভকারীদের ওপর দিয়ে পুলিশের গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভকারীদের ওপর পুলিশের গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে।

ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের প্রত্যাহারের দাবিতে বুধবার রাজধানী ম্যানিলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে পুলিশ বেপরোয়া হয়ে তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ফুটেজে দেখা যায়, পুলিশের কাছ থেকে লাঠি কেড়ে নিয়ে গাড়ির ওপর বাড়ি দিচ্ছেন বিক্ষোভকারীরা। এর এক পর্যায়ে গাড়িটি বিক্ষোভকারীদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়।

বিক্ষোভকারীদের দাবি, ফিলিপাইনে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতির সমাপ্তি করুক। তবে দেশটির সরকার চায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক।

পুলিশের ওপর লাল রঙ ছিটানো এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসে এক মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যের ওপর একইভাবে লাল রঙ ছিটানোর অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দাঙ্গা পুলিশের নির্দেশিত নিয়ন্ত্রণসীমা পার হওয়ায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। একটি পানির ট্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা, যেন সে পানি তাদের ওপর প্রয়োগ করতে না পারে পুলিশ।

বিবিসির খবরে বলা হয়েছে, পুলিশের গাড়িতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন এবং কারো অবস্থা আশঙ্কাজনক কি না, তা ঠিক জানা যায়নি।