
সচিবালয় প্রতিবেদক : হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ থেকে চুরি যাওয়া বাকি টাকা উদ্ধারে আগামী ২৬ নভেম্বর ফিলিপাইনে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি। প্রতিনিধিদলটি আগামী ৩০ নভেম্বর দেশে ফিরবে।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি আরো জানান, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন নিয়ে আলোচনা চলছে।