
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নেতা-কর্মীরা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধের আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলটি রাজধানীর উত্তরায় হাউস বিল্ডিং থেকে শুরু হয়ে জমজম টাওয়ারের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সভাপতি জনাব মো: জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি রেজাউল করিম। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
সমাবেশে সভাপতির বক্তব্যে মো: জাহিদুল ইসলাম বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর অব্যাহত বর্বর হামলা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। বিশেষ করে পবিত্র রমজান মাসে এই ধরনের গণহত্যা বিশ্বের বিবেককে নাড়া দেওয়ার মতো বিষয়। তিনি এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন এবং জাতিসংঘের নীরবতাকে অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে, তিনি যেন মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং ওআইসি-কে (Organisation of Islamic Cooperation) সঙ্গে নিয়ে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে উদ্যোগ গ্রহণ করেন।
বিশেষ অতিথি কামরুল ইসলাম বলেন, ফিলিস্তিনের নিরীহ শিশু, নারী ও সাধারণ জনগণের ওপর ইসরায়েলের এই বর্বর হামলা মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর অপরাধ। বিশ্ববাসীকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার হতে হবে। মুসলিম বিশ্বের নেতাদের দায়িত্ব হলো ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা।
বিক্ষোভ মিছিলটি দুপুর ৩:৩০ এ রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং মাসকোট প্লাজার সামনে থেকে শুরু করে জমজম টাওয়ারের সামনে গিয়ে বক্তব্যের মাধ্যেমে সমাপ্ত হয়।