
ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে এবং নেই। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক দেশ মুসলিম অধ্যাষুতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। রোববার এই তিনটি দেশ পর্যায়ক্রমে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃতি দেয়।
বিপুল সংখ্যা দেশ স্বীকৃতি দেয়ার কারণে ফিলিস্তিন রাষ্ট্রের রয়েছ আন্তর্জাতিক সমর্থন। এসব স্বীকৃতির কারণে বিদেশে কূটনৈতিক মিশন স্থাপন করতে পরেছে ফিলিস্তিন। অলিম্পিকসহ বিশ্বের বেশিরভাগ ক্রীড়া আসরেও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ফিলিস্তিনের খেলোয়াড় ও ক্রীড়াবিদরা।
কিন্তু ইসরাইলের সাথে ফিলিস্তিনিদের দীর্ঘস্থায়ী বিরোধের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে সম্মত কোন সীমানা নেই, নেই কোন রাজধানী এবং নেই কোন সেনাবাহিনী।
ইসরাইলের সামরিক দখলদারিত্বের কারণে, পশ্চিম তীরে নব্বই দশকে শান্তি চুক্তির প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত ফিলিস্তিন রাষ্ট্রের তার ভূমি বা জনগণের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। গাজা উপত্যকাও দখলে রেখেছে ইসরাইল এবং সেখানে একটি একতরফা যুদ্ধ পরিচালনা করছে তারা।
এক ধরণের আধা-রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অবস্থান বিবেচনা করলে, আন্তর্জাতিক স্বীকৃতি অনিবার্যভাবে কিছুটা প্রতীকী। এটি একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক কণ্ঠস্বরকে উপস্থাপন করবে, তবে স্থলভাগে খুব কমই পরিবর্তন হবে। তবে এই প্রতীকীও শক্তিশালী। কারণ, বিশ্বমত ফিলিস্তিনের পক্ষে জোরালো।
ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি গত জুলাইয়ে জাতিসংঘে তার বক্তৃতার সময় উল্লেখ করেছিলেন, দুই-রাষ্ট্র সমাধানকে সমর্থন করার জন্য ব্রিটেনের একটি বিশেষ দায়িত্ব বহন করে।