ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহারে লোকজনকে উৎসাহিত করছেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সপ্তম দিনেও রাজধানীতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের পাশাপাশি তারা ফুটওভার ব্রিজ ও ফুটপাথ ব্যবহারে লোকজনকে উৎসাহিত করছেন। গাড়ির লাইসেন্সও পরীক্ষা করছেন। এসব কাজে রাজধানীর দুয়েকটি স্থানে পুলিশ সদস্যদেরও তাদের সহায়তা করতে দেখা গেছে। যেসব গাড়ির লাইসেন্স নেই তাদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন শিক্ষার্থীরা। দায়িত্বরত পুলিশও মামলা দিচ্ছে। শনিবার সকাল থেকে দনিয়া, জুরাইন, মালিবাগ, ঝিগাতলা, মিরপুর, লালবাগ, শাহবাগ, সাইন্সল্যাব, বাড্ডা ও উত্তরায় হাজার হাজার শিক্ষার্থী নিরাপদ সড়কের দাবিতে জড়ো হয়েছেন। রাজধানীর মতিঝিলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে নটরডেম, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। মানববন্ধন এবং বিক্ষোভ থেকে ‌‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘রাজপথে হত্যা আর না আর না’, ‘নিরাপদ সড়ক চাই, বাঁচার মতো বাঁচতে চাই’, ‘রাজপথে হত্যা আমার ভাই, প্রশাসন জবাব চাই’, এ জাতীয় স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। বুধবার চতুর্থ দিনের মাথায় শিক্ষার্থীদের আন্দোলন ঢাকার পর চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।