ফুটপাত থেকে রাজপ্রাসাদ পর্যন্ত দুর্নীতি মহোৎসব, দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ভূমিকা নিয়ে প্রশ্ন

সিপি. ইনভেস্টিগেশন এজেন্সির (অনুসন্ধানী প্রতিবেদন): দেশের অভ্যন্তরে দুর্নীতি এখন আর কোনো গোপন বিষয় নয়; বরং তা এক মহোৎসবে পরিণত হয়েছে, যার বিস্তৃতি ফুটপাত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ স্তর পর্যন্ত। বিভিন্ন গণমাধ্যম, বেসরকারি টিভি চ্যানেল, সংবাদপত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্মের অনুসন্ধানী প্রতিবেদনে দুর্নীতির চিত্র বারবার উঠে এলেও, আজ পর্যন্ত কোনো দুর্নীতিবাজের দুর্নীতির টাকায় কেনা সম্পদ বা সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করেছে এমন নজির খুবই কম।

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার দায়িত্ব যাদের, সেই দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ভূমিকা নিয়েও রয়েছে বড় ধরনের অসঙ্গতি। প্রথম শ্রেণির বিভিন্ন গণমাধ্যমে মাঝেমধ্যেই দুদক কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বন অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদক অভিযান চালিয়েছে এবং দুর্নীতির প্রমাণ মিলেছে বলেও গণমাধ্যমে খবর এসেছে, যা ইঙ্গিত করে যে সরকার বা সংস্থাগুলো দুর্নীতির বিষয়টি সম্পর্কে অবগত। তবে কার্যকর পদক্ষেপের অভাব সুস্পষ্ট।

অনুসন্ধানে বিভিন্ন গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, দেশের সাব-রেজিস্ট্রারি অফিসগুলো দুর্নীতির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে।

  • বিস্ময়কর সম্পদ:
    • গাজীপুর জেলার টঙ্গী সাব রেজিস্ট্রারি অফিসের ওসমান গনি মন্ডল শত কোটি টাকার মালিক বলে জানা গেছে।
    • মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রারি অফিসের ওমেদার আব্দুস সোবাহান, যার কাজ মূলত কাগজপত্র আনা-নেওয়া এবং চা-পানির যোগান দেওয়া এবং দৈনিক মজুরি খুবই সামান্য, তিনিও বর্তমানে কোটি কোটি টাকার মালিক।
  • আইনজীবী শিশির মনিরের বক্তব্য ও বাস্তবতা: জমি রেজিস্ট্রেশন করতে গেলে “উপরি” বা ঘুষ অপরিহার্য। একজন ভুক্তভোগীর মতে, সরকারি খরচ যদি ৫৫ হাজার টাকা হয়, তবে অতিরিক্ত ২০ হাজার টাকা দিতে হয় শুধুমাত্র কাজ দ্রুত ও ঝামেলামুক্তভাবে সম্পন্ন করার জন্য। ঘুষ না দিলে অযথা হয়রানি ও আইনি জটিলতার মুখে পড়তে হয়।
  • তেজগাঁও সাব-রেজিস্ট্রারি অফিসের চিত্র: এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর দলিলও সম্পাদন করা হয়। অভিযোগ রয়েছে, এখানে ঘুষের টাকা লেনদেন হয় নকল নবিশদের হাতে। দলিলের পাতা উল্টাতেও গুনতে হয় টাকা, অন্যথায় কৃত্রিম হয়রানি পদে পদে অপেক্ষা করে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দুর্নীতির স্বর্গরাজ্য: রাজধানীর উন্নয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রাজউক-এর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

  • প্ল্যান পাসে ঘুষ: ৫ কাঠা জমির প্ল্যান পাস করতে রাজউককে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা ঘুষ লেনদেনের অডিও রেকর্ড ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে রয়েছে।
  • অপরিকল্পিত ভবন নির্মাণ ও নীরবতা: এক শ্রেণির অসাধু ব্যবসায়ী শেয়ারিং কনসেপ্টে জমি কিনে ফ্ল্যাট বিক্রি করছে। উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মোহাম্মদপুর, মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বহু অনিবন্ধিত কোম্পানি অপরিকল্পিতভাবে সাত তলা থেকে দশ তলা বাড়ি নির্মাণ করছে।
    • সাত তলার উপরে ইমারত নির্মাণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এনওসি (NOC) প্রয়োজন হলেও অনেক নির্মাণকারী প্রতিষ্ঠান তা জানে না। অথচ রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা এই বিষয়ে দেখেও না দেখার ভান করেন।
  • অভিযোগের পরও ব্যবস্থা নেই: ইমারত পরিদর্শক থেকে শুরু করে অথরাইজড অফিসার, পরিচালক এমনকি খোদ রাজউক চেয়ারম্যানের কাছে একাধিকবার লিখিত অভিযোগ করেও কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

বন অধিদপ্তর, প্রকৃতির লীলাভূমিতে দখল-দূষণ: বন অধিদপ্তরও দুর্নীতির বাইরে নয়।

  • গাজীপুরের বন দখল: প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি গাজীপুর জেলায় এখন বনের জায়গা দখল করে পরিবেশ দূষণকারী ব্যাটারি ফ্যাক্টরি, বিষ ফ্যাক্টরি, গার্মেন্টস, রিসোর্ট ও বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে। এমনকি বসতবাড়িও তৈরি হচ্ছে বন বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায়।
  • উপকূলীয় দুর্নীতি: দেশের বৃহত্তর বনাঞ্চল চর নিজাম, চর কুকরি-মুকরিতে বন বিভাগের কর্মকর্তারা মাছের চর, কাঁকড়ার চর জেলেদের কাছে বিক্রি করে মোটা অংকের ঘুষ গ্রহণ করেন।

দুর্নীতির সর্বব্যাপী বিস্তার: সাব-রেজিস্ট্রারি অফিস, রাজউক এবং বন অধিদপ্তর ছাড়াও, ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নদী রক্ষা কমিশন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিটি কর্পোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ সহ এমন কোনো সরকারি বা সেবাদানকারী প্রতিষ্ঠান খুঁজে পাওয়া কঠিন যেখানে দুর্নীতির থাবা নেই।

 

বাংলাদেশের প্রত্যেকটি স্তরে দুর্নীতি এখন ওপেন সিক্রেট। এই দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হলে সর্বাগ্রে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ভেতরের দুর্নীতি দূর করে তার কার্যকারিতা নিশ্চিত করতে হবে। দুর্নীতির টাকায় অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার কঠোর আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমেই এদেশের সাধারণ জনগণের মানোন্নয়ন ও স্বচ্ছলতা ফিরে আসা সম্ভব।