
নিজস্ব প্রতিবেদেক : রাজধানীর গুলিস্তান-পল্টন ও পার্শ্ববর্তী এলাকায় ফুটপাত হকারমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফুটপাতের দোকান উচ্ছেদ শুরু হয়। সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানের গাড়িবহর দেখে অধিকাংশ হকারই টুকরিতে রাখা মালামাল নিয়ে সটকে পড়েন। পরে হকাররা বিক্ষোভ মিছিল করেন।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব। এ সময় ডিএসসিসির কর্মকর্তারা, পুলিশ, র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস সোয়েব বলেন, ‘নির্দেশনা উপেক্ষা করে যেসব হকার দোকান নিয়ে বসেছিলেন, তাদের উচ্ছেদ করা হয়েছে। ফুটপাতে হকার বসতে দেয়া হবে না। যারা নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় ডিএসসিসির কর্মকর্তারা হ্যান্ডমাইকে বলেন, ফুটপাত-রাস্তায় দোকান নিয়ে বসবেন না। নগরবাসীর হাঁটা-চলার জন্য ফুটপাত। আসুন সবাই মিলে ফুটপাত-রাস্তা দখলমুক্ত রাখি।
হ্যান্ডমাইকে আরো বলা হয়, দোকানদার ভাইয়েরা ফুটপাতে মালামাল রাখবেন না। কেউ রাস্তার ওপর কোনো গাড়ি পার্কিং করবেন না। যারা নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গুলিস্তান-পল্টন ঘুরে দেখা যায়, বুধবার সকালে হকাররা ফুটপাতে দোকান নিয়ে বসেন। মঙ্গলবার সাড়ে ১১টার দিকে ডিএসসিসি উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় হকাররা সরে গেলে তাদের রেখে যাওয়া চৌকি, বাক্স ও বিভিন্ন আসবাব বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে হকার আবুল কাশেম (৬০) বলেন, ‘পরিশ্রমের কাজ করতে পারি না। তাই ফুটপাতে দোকান নিয়ে বসেছি। ছেলেমেয়েরা খোঁজখবর নেয় না। পেটের টানে ফুটপাতে দোকান নিয়ে বসেছি।’
পল্টন এলাকার হকার সুজন (২৭) বলেন, ‘মেয়র পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করছেন। এ সিদ্ধান্ত মানি না। নির্দেশনা যতই দেওয়া হোক আমরা ফুটপাতে বসব। উচ্ছেদ যখন করবে তখন দোকান বন্ধ রাখব, চলে যাওয়ার পর আবার দোকান নিয়ে বসব।’
হকারদের পুনর্বাসনের বিষয় নিয়ে গত ১১ জানুয়ারি নগর ভবনের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও হকার নেতাদের সঙ্গে বৈঠক করেন মেয়র। বৈঠকে সিদ্ধান্ত হয় ১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে গুলিস্তান, মতিঝিল ও এর আশপাশ এলাকার ফুটপাতে দিনের বেলা কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে অফিস শেষে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা গুলিস্তান-মতিঝিল এলাকায় বসতে পারবে।