
ক্রীড়া ডেস্ক : ইউরোপ, আমেরিকা ছেড়ে ফুটবলারদের চীনমুখি হওয়ার মিছিলটা ক্রমেই দীর্ঘ হচ্ছে। এবার সেই মিছিলে যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান তারকা অস্কার।
ইংলিশ লিগের ক্লাব চেলসি ছেড়ে চাইনিজ ক্লাব সাংহাই এসআইপিজিতে যোগ দিচ্ছেন অস্কার। অস্কারকে নিয়ে সমঝোতায় পৌছেছে এই দুটি ক্লাব। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে চাইনিজ সুপার লিগের ক্লাবটিতে যোগ দিবেন অস্কার। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডারের ট্রান্সফার ফি ৬০ মিলিয়ন পাউন্ড হতে পারে। ২৫ বছর বয়সি অস্কার এ মাসের শুরুর দিকেই জানিয়েছিলেন তার নতুন ক্লাবে যোগ দেওয়া ৯০% নিশ্চিত। এবার দুই ক্লাব একমত হওয়ায় এখন শুধু নতুন ঠিকানায় যাওয়ার অপেক্ষা অস্কারের।
২০১২ সালে ইন্টারন্যাসিওনাল থেকে ২৫ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছিলেন অস্কার। স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে ২০৩ ম্যাচে ৩৮ গোল করেন সেলেসাও এ তারকা।
অস্কারের নতুন ক্লাবে যোগ দেওয়া নিয়ে এক বিবৃতিতে চেলসি জানায়, ‘জানুয়ারির ট্রান্সফার উইন্ডোর শুরুতেই সে নতুন ক্লাবে যোগ দেবে।’
এদিকে চাইনিজ ক্লাব সাংহাই এসআইপিজি জানায়, ‘সামনের দিনগুলোতে আনুষ্ঠানিকভাবে সাংহাইয়ে যোগ দেবেন অস্কার।’