ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে আলেয়া বেগম (৩৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের বুলবুলিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আলেয়া বেগম ওই গ্রামের আব্দুল আলীম মিয়ার স্ত্রী।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান জানান, বিকেলে বুলবুলিরচর গ্রামে জমিতে ভুট্টা তুলতে যান আলেয়া বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।