ফেনীতে অপহরণের দুদিন পর এক যুবককে উদ্ধার

ফেনী প্রতিনিধি : ফেনীতে অপহরণের দুদিন পর কামরুল হাসান তুহিন (২৩) নামে এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব।

শনিবার সকালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের দক্ষিণ আলীনগর গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

ফেনী র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার কোম্পানি অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম জানান, গত ১৬ মার্চ রাত ৮টার দিকে নোয়াখালী থেকে ফেনী আসার পথে অপহৃত হন তুহিন। পরে অপহরণকারীরা তার বড় ভাইয়ের ছেলে মোশাররফ হোসেনের মোবাইলে ফোন করে ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাদের কথামতো ১০ হাজার টাকা বিকাশ করে তুহিনের পরিবারের সদস্যরা। আরো টাকার জন্য অপহরণকারীরা চাপ দিলে তার ভাই র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। পরে মোবাইল নম্বর ট্র্যাকিং করে আলীনগর গ্রামে অভিযান চালিয়ে তুহিনকে উদ্ধার করা হয়।