
ফেনী : ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা আবদুল মান্নান (৬০) খুন হয়েছেন। সোমবার দুপুর সাড়ে ১২টায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মান্নান চর দরবেশ ইউনিয়নের চর ইঞ্জিমান (আর্দশ গ্রাম) গ্রামের ছাবিদ আলীর ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ছাবিদ আলীর ছেলে আবদুল মান্নানের সাথে একই বাড়ির মোহাম্মদ মিয়ার ছেলে আবুল কালাম রুবেলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে আবুল কালাম, তার ছেলে বেলাল হোসেন, জামশেদ আলম, ভাড়াটে সন্ত্রাসী শাহীন ও ভোলা মিয়ার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবদুল মান্নানের ওপর অতর্কিত হামলা করে তাকে নির্মমভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।
স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালীর সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আবদুল মান্নানকে মৃত ঘোষণা করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনাটি একই পরিবারের জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।