ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞা উপজেলায় জমি নিয়ে বিরোধে এক ভাড়াটে সন্ত্রাসী খুন হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার জায়লঙ্কর ইউনিয়নের তালুকদারবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
দাগনভূঞা থানার পরিদর্শক (ওসি) আসলাম উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে জায়লঙ্কর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পেয়ার আহাম্মদের সঙ্গে প্রতিবেশী রহিমা খাতুনের জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে ওই জমি দখল করা নিয়ে কোনো এক পক্ষের হামলায় অজ্ঞাত এক সন্ত্রাসী নিহত ও তিন সন্ত্রাসী আহত হয়েছে।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পেয়ার আহাম্মদ ও রহিমা খাতুনকে আটক করা হয়েছে।