ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীতে ট্রেনে কাটা পড়ে নুরুল হুদা মজুমদার (২৭) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর গুদাম কোয়ার্টার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের এসআই আরব আলী জানান, রেলক্রসিং থেকে নুরুল হুদার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি কিভাবে ট্রেনে কাটা পড়ে মারা গেছে তা জানা যায়নি। তার পকেটে রাখা আইডি কার্ড নষ্ট হয়ে যাওয়ায় ঠিকানা বলা যাচ্ছে না। তবে তিনি জেলার বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র হবে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।