ফেনীতে থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলা থেকে অস্ত্রসহ আলাউদ্দিন (২৮) ও নজরুল ইসলাম (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর ডুব্বা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আলাউদ্দিন উপজেলার সোনাপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। নজরুল ইসলাম একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি ওয়ান শুটার ও তিনটি গুলিসহ আলাউদ্দিন এবং নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।’